আমার দেশ
শাহাজাহান হোসেন

পাখির গানে মুগ্ধ সকাল
মুগ্ধ ভোরের রবি,
এ দেশ আমার হৃদয় মাঝে
সোনায় মোড়া ছবি।

শাখায় শাখায় ফুল পাখিরা
করছে ডাকাডাকি,
ফাগুনের ওই কৃষ্ণচূড়ায়
রঙের মাখামাখি।

দেশটি আমার ছবির মতো
প্রভুর সেরা দান,
যার নামে ওই রোজ সকালে
পাখিরা গায় গান।

ফাগুন
রমজান আলী রনি

দিন আসে রাত যায়, উড়ো চিঠি আকাশে-
কলি থেকে ফুল হলো সুবাসিত বাতাসে।
পলাশের ফুল দিয়ে শিমুলের শাড়িতে,
ফুলে ফুলে ফুলপরী দু’নয়ন কাড়িতে!

নদীতে জোয়ার এলে ডুবখেলা সাঁতারে,
হেলেদুলে ছোটে মন মাঠ থেকে বাদাড়ে।
রঙধনু ঢঙ করে মিশে গেলো পাহাড়ে,
চারিদিকে রোদ হাসে কী দারুণ আহারে!

গাড়ি চড়ে বাড়ি এলো কচিপাতা মাচানে-
কত ফুল ফোটে বনে কত ফুল বাগানে!
কোকিলের সুর টেনে পাখিদের মিছিলে
ফাগুনের রঙ মেখে জলধারে ভিজিলে!

বসে পাখি নাচে কাক কাঁঠালের মুকুলে
ভাসে চাঁদ জাগে রাত আম-পরী দু’কূলে!

বাবা
নাঈমুল হাসান তানযীম

বাবা মানে ভরদুপুরে তপ্ত রোদে বটের ছায়া,
বাবা মানে ঝরে পড়ে ক্ষণে ক্ষণে কি যে মায়া।
বাবা মানে মাথার ওপর থাকা পরম নির্ভরতা,
বাবা মানে হৃদয় খুলে বলবো যাকে হাজার কথা।

বাবা মানে ভালোবাসা ভালো থাকা পোষেণ মনে,
বাবা মানে সুস্থ থাকা এই কামনা সর্বক্ষণে।
বাবা মানে বড়ো হবো স্বপ্ন বোনেন হৃদয় মাঝে,
স্বপ্ন বোনেন সত্যবাদী হবো আমি কথা কাজে।

বাবা মানে সাহস জোগান শক্তি বাড়ান চলার পথে,
বাবা মানে মন্ত্র শেখান চলতে সফল মনোরথে।
বাবা মানে বন্ধু ভালো সদা যিনি কল্যাণকামী,
বাবা মানে প্রভুর কাছে দোআর সময় থাকবো আমি।

বাবা মানে অনেক কথা অনেক আশা আমায় নিয়ে,
বাবা মানে বিপদ এলে বাঁচান আমায় জীবন দিয়ে।

Share.

মন্তব্য করুন