ভালোবাসার বাগান জুড়েই ফুল
চোখের তারায় হৃদয়-নদীর কূল
ছন্দ তোলা জীবন মানেই তুমি
বুকের ভেতর উষ্ণ-সবুজ ভূমি

ভূমি জুড়ে লাল সবুজের চাষ
স্বপ্ন মেখে আমার বসবাস
চোখের তারায় তোমার আলো দেখি
তোমায় নিয়ে গান কবিতা লেখি

ছন্দ সুরে স্বপ্ন বুনে চলি
মুখের ভাষায় কল্পনাতেও তোমার কথাই বলি
তুমি মানেই হৃদ-সাগরের হাওয়া
তুমি মানেই জীবনগীতি গাওয়া

শাহজালালের সুবাস তোমার বুকে
শাহ্ মাখদুমের পরশ ছোঁয়া সুখে
আদম শহীদ জীবন দিলো হেসে
লক্ষ মানুষ শহীদ হলো তোমায় ভালোবেসে

যখন দেখি তোমার বুকে শয়তানেরা হাসে
কষ্টসাগর ব্যথার পাহাড় বক্ষে চেপে আসে

তুমিই আমার জন্মভূমি
তুমি আমার ভালোবাসার সব
তোমায় ঘিরেই কান্নাহাসি
স্বপ্ন-কলরব।

Share.

মন্তব্য করুন