দুলছে শাখা দুলছে পাতা দুলছে নদীর জল
ঝর্না ধারা ছুটছে কোথা কল-কলা-কল-কল!
ফুলের হাসি দেখলো ঊষা দেখলো দোয়েল ঝাঁক
শেয়াল মামা জোছনা রাতে তুলছে কেমন হাঁক!

জোনাক রাতে তারার বনে কত্ত রকম বাতি
ওমা সে কী অবাক বিষয় চাঁদের ভেতর হাতি!
শিশির পড়ে টিনের চালে ভাল্লাগে খুব শুনি
মনের মাঝে চাঁদ তারাদের আলোর পাটি বুনি।

সবুজ মাঠে কুমড়ো ফুলে উড়ছে মধুর অলি
সোনার থালা লুকিয়ে আছে এবং রূপার থলি।
কাদা মাটির গন্ধ মেখে নামবে ধানের মাঠে
সোনা রূপা ফলবে তোমার বেচবে সুখের হাটে।

Share.

মন্তব্য করুন