ভালোবাসার সবুজ খাটে ঘুমায় যখন মন
প্রজাপতির পাখায় তখন স্বপ্ন উচাটন।
আকাশ ছাদে মেঘের পাখি
নীল সাগরে নয়ন রাখি
খুশির ঘরে দিচ্ছে উড়াল কাঁপিয়ে তারার বন।

প্রভাত ভরা রোদের ফোটা দৌড়ে নামে ক্ষেতে
সেই ফোটাতে সরষে ফুলের পাপড়ি ওঠে মেতে।
হাওয়ায় কারা শব্দ করে
কাব্য কথার মিনার ধরে
আনন্দরা দাঁড়িয়ে থাকে জোছনা চাদর পেতে।

চাদরে তাই ঝরছে দেখো হাসির চম্পা-জুঁই
জুঁইয়ের বোঁটায় গড়ায় কেমন আমার স্বাধীন ভুঁই।

দুই.

স্বাধীনতা নীলের ঝিলে ঢেউ কি
অন্ধকারে জোসনাঝরা কেউ কি!
শিশির ভেজা চম্পা চোখে চুমকি
শীতসকালে রোদমাখানো উম কি?

বিশাল মাঠে সরষে ফুলের সৌরভ
হৃদকুঁড়িতে ঘুমিয়ে থাকা গৌরব।
ঢেউয়ে ঢেউয়ে কলহংসির দঙ্গল
স্বাধীনতা ছড়ায় শুধু মঙ্গল।

হিম হাওয়াতে ঝিমধরানো চরকি
নিদান কালে তীক্ষè ফলা শর কি।
স্বাধীনতা স্বপ্ন শোভা পদ্য
ঝরলো বুঝি আকাশ থেকে সদ্য।

Share.

মন্তব্য করুন