শীতের শিশির মুক্তো দানার মতো-
ফোঁটায় ফোঁটায় পাতার উপর জমছে শত শত
এই শিশিরে মিশে আছে জোছনা আলো, চুপ
তাই শিশিরের মুগ্ধতা কী লাগছে অপরূপ!

গাছের ডালে নাচছে পাখি, কী যে খুশির ঢল
টুপটাপটুপ ঝরছে শিশির শিরিষ গাছের তল;
শিশির আমার গতর ভেজায়, শিশির ধোয়ায় পা
শিশির ভেজা উঠোন ছেড়ে কোথাও যাবো না।

Share.

মন্তব্য করুন