পলাশের রঙ দিয়ে আঁকা
মমতা ও ভালোবাসা মাখা
জেগে আছে সকলের আশা
বাংলা মায়ের ভাষা।

জীবনের সূচনায় শেষে
স্বপ্নের নাও ভেসে ভেসে
পৃথিবীর যেখানেই যাই
বাংলায় প্রাণ পাই।

এই ভাষা আলোকের ধারা
জ্বলে ওঠা হৃদয়ের তারা
খুন রাঙা শহীদের দান
বর্ণমালার গান।

চারদিকে অচিন ভাষার ভিড়
বাংলায় বেঁধেছি আমার নীড়।

Share.

মন্তব্য করুন