দেউলিয়া কেউ হয় না জানি বই কিনে
বইয়ের পাঠক কমছে কেন এই দিনে।
বই তো হবে নিত্যদিনের বন্ধু তাই
সময় পেলে বই পড়ে যায় ছন্দু ভাই।
বন্ধু হয়তো ফেলে যাবে হুট করে
আগলে রাখে বইতো শুধু হৃদ ভরে।
অজানাকে জানতে পারি বই পড়ে
নতুন সমাজ গড়তে এসো যাই লড়ে।

ইচ্ছে হলে বইয়ের মাঝে দেই যে ডুব
তখন আমার কেন ভালো লাগে খুব।
দুঃখ-ব্যথা ভুলতে পারি বই পেয়ে
পড়তে পারি ইচ্ছেমতো না খেয়ে।
মাছি যেমন দেখতে পারে চতুর্দিক
বই পড়ে কেউ এমন করে দেখে ঠিক।
সমৃদ্ধ দেশ গড়তে হলে বই পড়ি
ফুলের মত জীবনটাকে তাই গড়ি।

বইয়ের ছোঁয়ায় অন্ধকারকে দূর করি
সবাই এসো হাতে হাতে বই ধরি।
ছোটো-বড়, ছেলে-মেয়ে বই পড়ি
নবীর পথে সবে মিলে লাইফ গড়ি।

Share.

মন্তব্য করুন