শীতকাল
খালিদ হাসান

কুয়াশায় ঢেকে গেছে
দেখি চারিপাশটা,
থেমে থেমে কেঁপে ওঠি
শীতকাল মাসটা।

প্রচ- শীতে লাগে
নিদারুণ কষ্ট,
কেউ এসে দেয় নাকো
শান্তির বস্ত্র।

কোনমতে শুয়ে করি
ঠা-ায় রাত পার,
সারা মাস লড়ে চলি
বিরুদ্ধ কুয়াশার।

গরিবের যম হয়ে
দেশে আসে শীতকাল,
গাছগুলো পাতাহীন
মনে হয় কঙ্কাল।

কেমন আছে
নাহিদ নজরুল

কেমন আছে মিষ্টি অতীত দুরন্ত সেই দিন
যার প্রতিটা দিন ছিলো খুব ঝকঝকে রঙিন।
কেমন আছে সবুজ গাঁয়ের ছায়াঘেরা মাঠ
যেই মাঠে রোজ খেলা হতো চুকিয়ে দিনের পাঠ।

কেমন আছে খেলার সাথী কৈশোরের দলবল
প্রায় প্রতিদিন যাদের সাথে করছি কোলাহল।
কেমন আছে ভোর সকালে ফুল কুড়ানোর সুখ
সবার আগে জেগে হতাম খুশিতে উন্মুখ।

কেমন আছে দাদুর মুখে গল্প শোনার ক্ষণ
মজার মজার গল্পমালায় কাড়তো হৃদয় মন।
কেমন আছে ভরদুপুরে পুকুর ঘাটের ডুব
পানি দেখেই হয়ে যাওয়া বেপরোয়া খুব।

কেমন আছে বিকেলবেলার কানামাছি খেল
খেলার ছলে ডুবে যেতো টুকটুকে লাল বেল।
কেমন আছে এসব কিছু বলতে পারো কেউ?
এখন কেনো উঠে না সেই ইচ্ছেনদীর ঢেউ!

Share.

মন্তব্য করুন