শিক্ষা
জুবায়ের দুখু

শিক্ষাটা জরুরি বড় হতে হলে
জ্ঞানীগুণী সবখানে এই কথা বলে।

শিক্ষাতে জ্ঞান বাড়ে আরও মানবতা
কখনোতো ভুল নয় এই দুটো কথা
শিক্ষাতে আলো জ্বলে ভালো হয় মন
সুপথে গমন হয়, জীবন সর্বক্ষণ।

আমাদের প্রয়োজন শিক্ষাটা নেয়া
যেই পথে আলোকিত জীবনের খেয়া।

 

 

 

 

শীতের সকাল
হাসু কবির

শীতের স্নিগ্ধ ভোরে
ফুল ফোটে বাগে
হিমেল পবনে ঘ্রাণ

নাকে এসে লাগে।

প্রজাপতি লুকোচুরি
খেলে ঝাউবনে
মুগ্ধতা একরাশ
হেরিলে নয়নে।

শিশির বিন্দু হাসে
ঘাসের ডগায়
ভালোলাগা শিহরণ

হৃদয়ে জাগায়।

সূর্যের উঁকিঝুঁকি
শীতের সকালে
প্রিয় কতো মুহূর্ত
আসে শীতকালে।

Share.

মন্তব্য করুন