এই যে বছর নতুন বছর নতুন সময় এলো
ভাবছো নাকি কেমন করে একটি বছর গেলো।
ভাবছো নাকি দিন চলে যায়, কেমন করে যায়
কেমন করে হারানো দিন অতীত খুঁজে পায়।

অতীত নিয়ে ভাবনা যখন স্মৃতির কাছে আসে
সকল কিছু স্বপ্ন হয়ে মন সাগরে ভাসে।
ঘুমের ঘোরে স্বপ্ন যেমন স্বপ্ন হয়ে রয়
হারানো সব দিনগুলোকে তেমন মনে হয়।

কেউ কি জানে তার আগামী কেমন হবে ঠিক
কেমন হবে রাতের শেষে ভোরের আলোর চিক।
ফুটবে নাকি নতুন দিনে নতুন কোনো ফুল
আনন্দময় সুর ছড়াবে বাসন্তী বুলবুল।

নতুন বছর নতুন করে জীবন পাবে গতি
দোয়েল পাখি শিস ছড়াবে উড়বে প্রজাপতি।
শেষ বিকেলের রৌদ্রগুলো মিষ্টি হবে ফের
গান পাখিরা সুর ছড়াবে ভীষণ আনন্দের।

আবার যখন রাত্রি এসে খুলবে চাঁদের মুখ
হাসনাহেনার গন্ধ মেখে উড়বে হাওয়ার সুখ।
তারার চোখে জ্বলবে জ্যোতি কল্পলোকের রেশ
আম বাগানের বুকের ভেতর হবে নিরুদ্দেশ।

জল পিপিরা সুরের জালে জড়িয়ে নেবে রাত
আনন্দে ঠিক দীর্ঘ হবে ফেরেশতাদের হাত।
জোছনাগুলো কুড়িয়ে নিয়ে শিশির দিয়ে ধুয়ে
বৃক্ষগুলো করবে ওজু সেজদা দেবে নুয়ে।

রাত্রি শেষে ফেরেশতারা সূর্য যখন আনে
ভোরের পাখি করবে জিকির নতুন গানে গানে।
নতুন সকাল নতুন করে আসবে নতুন রূপে
ফুলের মুখে মৌমাছিরা বসবে চুপে চুপে।

নতুন বছর নতুন করে স্বপ্ন দেখো দেখো
জীবন নামের কাব্যটাকে নতুন করে লেখো।

Share.

মন্তব্য করুন