জানিস খোকা জানিস খুকি
দেশের মানুষ কেনো সুখী
কে ভাঙলো সব শত্রুঘাঁটি
কেমনে স্বাধীন দেশের মাটি
কেমনে স্বাধীন চলায় বলায়
বাতাস নদী নিরবধি?

পাক সেনাদের কে তাড়ালো
প্রথম কে সে পা বাড়ালো
কার ডাকে সব কামার মুটে
যুদ্ধ মাঠে আসলো ছুটে
ইতিহাসে কার নামটি
লেখা আছে আজ অবধি?

কার সে ডাকে ঝাঁপায় পড়ে
দেশের জন্য প্রাণে লড়ে
কোন কবিতার মন্ত্রপাঠে
বিজয় আনতে সামনে হাঁটে
কেমন হতো বাংলাদেশ-
সে মানুষ থাকতো যদি?

Share.

মন্তব্য করুন