দেশের প্রতি ভালোবাসা
প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা?
আশা করি সবাই ভালো আছো। সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের মাঝে আবার এলো বিজয়ের মাস, ডিসেম্বর।
ডিসেম্বর মানেই তো আমাদের নতুন আশা, স্বপ্ন ও ভালোবাসার মাস। আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার মাস। অনেক রক্ত, ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে আমাদের এই প্রত্যাশিত বিজয় অর্জিত হয়েছে। সুতরাং এই বিজয়ের পেছনে যে অপরিসীম আত্মত্যাগের মহিমা রয়েছে সেটা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। অনেক ত্যাগ ও বিনিময়ের মাধ্যমে অর্জিত আমাদের এই বিজয়। সেজন্য এই বিজয় আমাদের সাহস ও স্বপ্নকে জাগিয়ে তুলেছে। এ দেশের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতা তাই অনেক গুণ বেশি। আমাদের এ দেশ এমন একটি সুন্দর ও সোনার দেশ- যার তুলনা পৃথিবীতে তেমন আর নেই। তোমরাই বলো এমন শ্যামলিমা দেশ আর কোথায় আছে?
অতএব বহু ত্যাগের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই দেশকে আরো সুন্দর করার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা যেন দেশের গৌরবান্বিত সম্পদে পরিণত হতে পারি, সেই প্রচেষ্টা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে।
এসো, আমরা আমাদের এই প্রাণপ্রিয় দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। দেশের প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেটা যথাযথভাবে পালন করি। এই মহান বিজয় দিবসে এটাই হোক আমাদের শিলাদৃঢ় অঙ্গীকার।
সবাই ভালো থেকো। সুস্থ থেকো। নিরাপদে থেকো।
আজকের আলাপন এ পর্যন্তই !
আল্লাহ হাফিজ।

Share.

মন্তব্য করুন