হামিদা খানম অনেক চেষ্টা করেও ফ্ল্যাটের মেইন দরজার লকটা খুলতে পারছেন না। বিকেল বেলা পরিবারের সবাই বের হয়েছিল একটু প্রকৃতির হাওয়া খেতে। লকডাউনে থেকে থেকে সবাই বোরিং ফিল করছিল। সবই খুব সুন্দরভাবে শেষ হলেও বাসায় ফিরে হামিদা খানম যখন তার চাবি দিয়ে বাসার দরজা খুলতে পারছিলেন না তখন সব আনন্দই যেন মাটি হয়ে গেলো। মায়ের কাছ থেকে চাবি নিয়ে মাহমুদ দেখলো যে চাবির একটি খাঁজ ভেঙে গেছে আরেকটি বেঁকে গেছে। এবার মাহমুদের তিন বছরের ছোট বোন মাহমুদা যে কিনা ভাইকে সব সময় অনুকরণ করে। সে হাত পেতে বললো, ‘দেখি ভাইয়া! আমাকে দাও।’ ছোট বোনের হাতে চাবি দিতেই সে একটু বিজ্ঞের মতো চাবিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললো, ‘ওমা! এই চাবিটার তো দাঁত ভাঙা! একটা দাঁতওয়ালা চাবি লাগবে তো দরজা খুলতে।’ মাহমুদার কথা শুনে দুঃখের মাঝেও সবার মনে একটু হাসির ঝিলিক ফুটে উঠলো। এমন সময় তাদের বাবা সবার জন্য রেস্টুরেন্ট থেকে রাতের খাবার নিয়ে এসে দেখেন সবাই দাঁড়িয়ে। তিনি সবাইকে পাঠিয়ে দিয়ে খাবার আনতে গিয়েছিলেন। ‘চাবিটা ভেঙে গেছে তাই দরজা খুলতে পারছি না।’ বললেন হামিদা খানম। আজাদ সাহেবের কাছে থাকা অপর চাবি দিয়ে দরজা খুলে সবাই প্রবেশ করছে। আর ছোট মাহমুদার কথা নিয়ে হাসাহাসি করছে। ভেতরে প্রবেশ করে বাবার চাবিটা হাতে নিয়ে আবার মাহমুদা বললো, ‘এই দেখো এটা দাঁতওয়ালা চাবি।’ আবার সবাই হেসে দিতেই বাবা বললেন, ‘হ্যাঁ আম্মু! দাঁতওয়ালা চাবি ছাড়া দরজা খোলা যায় না। এমনকি জান্নাতের দরজা খুলতে যে চাবি লাগবে সেটারও দাঁত থাকতে হবে।’ কথাটা শুনে সবাই একটু চমকে গেলো! জান্নাতের দরজায়ও দাঁতওয়ালা চাবি লাগবে? জানতে চাইলো মাহমুদ! বাবা বললেন তবে শোনো, “ওয়াহাব ইবনু মুনাব্বিহ (রহ.) হতে বর্ণিত তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ -এই কালিমাটি কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন, নিশ্চয় এটা জান্নাতের চাবি কিন্তু প্রত্যেক চাবিতে দাঁত থাকে তুমি দাঁতওয়ালা চাবি নিয়ে যেয়ো তবেই তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। অন্যথায় তা খোলা হবে না। (মিশকাত ১/৪৩; ফাতহুল বারী ১/৪১৭)
হাদিসটি শুনে মাহমুদ বললো, ‘আচ্ছা বাবা! এখানে দাঁত বলতে কী বুঝানো হয়েছে? তিনি বললেন, ‘হাদিসে দাঁত বলতে নেক আমলকে বুঝানো হয়েছে। শুধু কালেমা পড়লেই জান্নাতের দরজা খোলা যাবে না এর জন্য প্রয়োজন শিরক মুক্ত নেক আমল। সঠিক নিয়মে নবীর সা. দেখানো পদ্ধতিতে আল্লাহর নির্দেশিত আমল করতে হবে আর বর্জন করতে হবে আল্লাহ তায়ালা যা কিছু নিষেধ করেছেন। তবে কালিমার চাবিতে তৈরি হবে সঠিক মাপের দাঁত। যে দাঁতওয়ালা চাবি দিয়ে খোলা যাবে জান্নাতের দরজা। সুতরাং শিরকমুক্ত আমল করা জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা করতে হবে। মাহমুদ মাথা নেড়ে বললো, ‘আল্লাহ যেন সেই তাওফিক আমাদের দান করেন।’ সবাই বললো ‘আমিন।’

Share.

মন্তব্য করুন