আকাশ জুড়ে ভেসে চলে সাদা মেঘের ভেলা
মাঝখানে তার সূর্য হেসে খেলে নানান খেলা।
নদীর ধারে কাশবনেতে ফুলের মেলা জোটে
রাতের বেলা তারই মাঝে শেয়াল ডেকে ওঠে।
ঘাসের বুকে শেফালী ফুল মিষ্টি করে হাসে;
শিশিরকণা তাল মিলিয়ে বসে ফুলের পাশে।
শরৎরানী বীণার তারে মধুর সুর যে তোলে,
শাপলা-পদ্ম, জুঁই-কেয়ারা মিষ্টি হাওয়ায় দোলে।
মাঠভরা ফল-ফসলে জুড়ায় কিষাণ প্রাণ
দোয়েল-কোয়েল, ময়না-টিয়া গায় যে মধুর গান।
শরৎরানী গানের সুরে ভরায় সবার মন,
যাবার বেলায় হেমন্তকে জানায় নিমন্ত্রণ।

Share.

মন্তব্য করুন