তরু-লতার ফাঁকে
জোনাক আমায় ডাকে
ধরবো বলে গেলাম কাছে
পালায় জোনাক ঝাঁকে।

এমন সন্ধ্যাকালে
মস্ত বটের ডালে
জোনাক সেজে ভূত আছে কী
আমায় ধরার তালে?

বুকটা ওঠে কেঁপে
রক্ত ওঠে ফেঁপে
ধরলে কী আর বাঁচবো বলো
ভূত-ভূতানীর চেপে?

নিজকে বোঝাই আমি
না হই বিপথগামী
পড়বো না আর পোকার ধোঁকায়
প্রাণটা বেজায় দামী।

থাকুক ওদের মতো
উড়ুক অবিরত
ইচ্ছে মতো উড়ুক-ঘুরুক
আলো জ্বেলে শত।

Share.

মন্তব্য করুন