সবুজ আঁচল নীল শাড়িতে
শরৎ যেনো লাজুক পরি
আলো আঁধার মেঘ বাড়িতে
নীল নায়রীর গড়াগড়ি।

মেঘের বধূ আছড়ে পড়ে
হিমেল বেড়ি শীতল পায়ে
রোদের বেটা নিবাস গড়ে
উদাম চরের বিরাণ গাঁয়ে।

আকাশ জোড়া নীলাভ চাদর
নিটোল জলের শীতল পাটি
দোদল দোলে দুধেল আদর
সফেদ কাশের ধবল বাটি।

মেঘ ফানুসী আঁধার টোটে
শিউলী হাসে শরৎ ঠোঁটে।

Share.

মন্তব্য করুন