আমি কাকে দেবো উপহার? ছোট্ট ছেলে জামিল। ঈদ উপলক্ষে সবার কাছ থেকে কম বেশি উপহার পেয়েছে। সবার কাছ থেকে উপহার পেয়ে তার মাথায় একটা চিন্তা এলো, সবাই আমাকে উপহার দিয়েছে কিন্তু আমি কাকে উপহার দিবো! আর আমি যদি কাউকে উপহার না দেই তবে লোকেরা আমাকে কৃপণ বলবে। আর আল্লাহ তো কৃপণদের ভালোবাসেন না। তাই জামিল ভাবলো যে, সেও অন্য কাউকে উপহার দেবে। সে যা উপহার পেয়েছে তা থেকে অন্যকে উপহার দিবে। কিন্তু কাকে দেবে? কে নেবে তার কাছ থেকে উপহার? এ নিয়ে টেনশন করতে করতে জামিল দাদুর দ্বারস্থ হলো। দাদুর ঘরে গিয়ে দেখে দাদু নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছেন। জামিল দাদুকে একটু অপেক্ষা করতে বলে বাথরুমে চলে গেলেন। ফিরে এলেন অজু করে। সে দাদুর সাথে নামাজ পড়লো। নামাজ শেষে জামিল দাদুকে জিজ্ঞেস করলো, ‘দাদু সবাই আমাকে ঈদের উপহার দিয়েছে, কিন্তু আমি তো কাউকে উপহার দিতে পারলাম না। আমার কি উপহার দেয়া উচিত না?’ অবশ্যই দাদু ভাই! তোমারও কাউকে উপহার দেয়া উচিত। বললেন দাদু। জামিল বললো, আমিও ভাবছি কাউকে উপহার দেবো কিন্তু কাকে উপহার দেবো তাই বুঝছি না। আমি যে উপহার পেয়েছি তা তো ছোটদের আর বাড়ির সবাই তো বড়। তাহলে কাকে দিবো আমার উপহার? দাদু দেখলেন যে, জামিলের চেহারায় গভীর চিন্তার ভাঁজ! তিনি জামিলকে বললেন, চিন্তা করো না দেখি আমি কী করতে পারি- বলে একটা মোটা হাদিসের বই নিয়ে বসলেন। আর বললেন, দেখো তো দাদু ভাই আমার চশমাটা কোথায়? জামিল চশমাটা খুঁজে এনে হাতে দিয়ে বললো, ‘দাদু, বলো না আমি কাকে উপহার দেবো?’ দাদু মুচকি হেসে বললেন, হ্যাঁ দাদুভাই তুমি কাকে উপহার দিতে পারো তাই দেখছি- বলে কিতাবের দিকে চোখ বুলাতে শুরু করলেন। জামিল বললো, ‘আচ্ছা দাদু! কাকে উপহার দেয়া যায় তাও কি হাদিসের কিতাবে আছে?’ দাদু বললেন, ‘হ্যাঁ, আমাদের প্রিয় নবী (সা.) বলে গেছেন তুমি কাকে উপহার দিবে, কার সাথে কেমন আচরণ করবে, কাকে সালাম দিবে, কাকে আদর করবে এবং কাকে ঘৃণা করবে; সব তিনি বলে গেছেন। এই দেখো এই হাদিসে তিনি বলেছেন যে তুমি কাকে উপহার দিবে। “হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার দুইজন প্রতিবেশী আছে, তাহলে আমি কাকে উপহার বা হাদিয়া দেবো? তখন রাসূল (সা.) বললেন, দরজার দিক থেকে যে তোমার অধিক নিকটবর্তী।” (সহিহুল বুখারি ২০৯৯)
তাহলে হাদিসে কী পেলাম? প্রথমত তুমি উপহার দিবে তোমার প্রতিবেশীকে, দ্বিতীয়ত প্রতিবেশীদের মধ্যে যে তোমার নিকটবর্তী তাকে অগ্রাধিকার দিতে হবে। যেমন আমাদের কাজের বুয়া, ড্রাইভার, দারোয়ান, পাশের ফ্ল্যাটে যারা থাকে তারা তোমার প্রতিবেশী, তাদের যদি তোমার মতো ছেলে থাকে তাহলে তাদেরকে তুমি উপহার দিতে পারো। জামিল হঠাৎ ইউরেকা বলে চিৎকার করে বললো পেয়েছি। দাদু জিজ্ঞেস করলেন, কী পেয়েছো? জামিল বললো আমাদের বুয়া ও দারোয়ান আংকেলের ছেলেকে এবার আমি উপহার দেবো। দাদু জামিলের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন।

Share.

মন্তব্য করুন