রোজ দুপুরে
মাঝ পুকুরে
যেই ছেলেটা নামে,
তার কাছে দেই
সবকিছুতেই
নীল চিঠিটা খামে।
তার সাথে দেই ফড়িং ধরার আড়ি
তার সাথে দেই অনেক দূরে পাড়ি,
ফিরবো না আর বাড়ি!

সারাটা গ্রাম হন্যে হয়ে মাও আমায় খোঁজে,
সাতসকালে উধাও হলো কোথায় গেলো ও যে,
যাই কোথা ওর খোঁজে?

আমি তখন তিস্তা নদীর মাঝি,
সেই ছেলেটার সঙ্গে ধরি বাজি,
ফয়সালা হোক আজই।

কেমন করে মন
ভাল্ লাগে না বন,
ইচ্ছে করে মায়ের কাছে যাই
দুধকুমারের পাড়ে,
লক্ষ্মী সোনাটারে
সঙ্গে নিয়ে কমলালেবু খাই।

Share.

মন্তব্য করুন