আকাশ কালো নামবে দেয়া
মেঘ গুড়গুড় করে
ভিজবে খোকা বিষ্টিতে আজ
থাকতে চায় না ঘরে।

যতই বারণ করছে মায়ে
শুনছে না তার কিছু
আমের বনে মেঘের সনে
ছুটছে পিছু পিছু।

বেজায় খুশি খোকাবাবু
বিষ্টি মাখে গায়ে
দৌড়ে ছোটে বিলের ধারে
উঠবে গিয়ে নায়ে।

কলাগাছের ভেলার পরে
বৈঠা মেরে হাতে
মেঘের দেশে চলবে খোকা
মেঘ-বিষ্টির সাথে।

Share.

মন্তব্য করুন