দূর আকাশে হেসে ভেসে
চাঁদ মামা দেয় আলো
চাঁদের আলো পড়ে যখন
মন হয়ে যায় ভালো।

আঁধার হারায় অগোচরে
ভুবন ঝলমল করে
রূপালি ঐ আলোর টানে
কেহ রয় না ঘরে।

যুবক যুবা চাঁদের আলোয়
প্রেম সাগরে ভাসে
চাঁদকে দেখে খুকুমণি
খিলখিলিয়ে হাসে।

গল্প আড্ডার আসর বসে
মা মাটির ঐ গাঁয়ে
কোলের শিশুর কান্না থামায়
চাঁদকে ডেকে মায়ে।

Share.

মন্তব্য করুন