অফিসে বসে ফেবু দেখছিলো নাহিদ। হঠাৎ ফোন বেজে উঠলো। রিসিভ করতেই ওপাশ থেকে মমতাময়ী মায়ের কণ্ঠ, বাজান, কেবা আছিস?
– ফোন করেছো কী জন্য?
কথাগুলো বিরক্তির স্বরে বলে।
– তোর বাজান খুব অসুস্থ। তোরে দেখতে চায়।
– বাজান অসুস্থ, ডাক্তার দেখাও! আমাকে ফোন করবা না।
– বাজান, রাগ করিস না। তুই ছাড়া আমাগোরে আর কেডা আছে?
আচমকাই ফোন রেখে দিয়ে ফেবুতে আবার মনোযোগী হয় সে।
পছন্দের মানুষকে না পেয়ে অভিমানে বাড়ি ছেড়েছে নাহিদ। বাড়ি যায় না অনেক দিন হলো।
একটি পোস্টে আচমকাই চোখ আটকে যায় নাহিদের।
সূরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সাথে কাউকে শরিক কোরো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো।”

Share.

মন্তব্য করুন