একটি পুরনো দালানের গেটে বাস করত এক টিকটিকি। তার পাশেই ছিল একটি ডোবা। সেই ডোবায় থাকত একটা ব্যাঙ। টিকটিকির সাথে ব্যাঙের ভালো বন্ধুত্ব। সন্ধ্যা হলেই টিকটিকি টিক টিক করে ব্যাঙকে ডাকে আর দু’জন এক সাথে পোকা-মাকড় ধরে খায়। টিকটিকি টিক টিক করে গান শুনায় ব্যাঙকে। আর ব্যাঙ কখনো গান শুনায় না। এ নিয়ে টিকটিকির মনে ভীষণ কষ্ট! রাগও করে মাঝে মাঝে। ঝগড়াও করে। তারপরও ব্যাঙ গান শুনায় না!
একদিন আকাশ ঘন কালো মেঘে ডেকে গেল। ঠা-া ঠা-া হাওয়া বইতে লাগল। চারদিক কেমন যেন কালো হয়ে গেল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঝুম বৃষ্টি! চারদিক পানিতে টইটম্বুর। বৃষ্টি শেষ হলে টিকটিকিকে ডাক দেয় ব্যাঙ। আর গান ধরে ‘ঘ্যাঙর ঘ্যাঙ! ঘ্যাঙর ঘ্যাঙ!’ ব্যাঙের গান শুনে টিকটিকি বলে উঠে ‘বাহবা! বাহবা!’
এখন বৃষ্টি হলেই ব্যাঙ মনের সুখে গান ধরে। আর টিকটিকি তা শুনে টিক টিক করে সুর মিলায়।…

Share.

মন্তব্য করুন