কিসের পিছু কেমন পিছু আজকে নেবো আমি,
আমার কাছে ওই কথাটাই সবচে বড়ো দামি।
হাসিমুখে বাবা সেদিন বলেছিলো আমায়-
‘নোংরা কাদায় সাবধানে যাস, দাগ না লাগুক জামায়।
সৎ পথে তুই থাকবি সদা চলবি হাসি মুখে,
দৌড়ে যাবি সকল সময় পরের দুঃখ-সুখে।
শত্রু এলে কখনো তুই থাকবি না মুখ ঢেকে,
কথার বাঁকে স্বপ্নগুলো চলবে এঁকেবেঁকে।
গরিব-দুঃখী সবার প্রতি গাইবি সাম্যগীতি।
বড়ো-ছোট সবার সাথে, রাখবি যে সম্প্রীতি।
ন্যায়ের পথে অটুট থেকে ছুটবি সকল কাজে
সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খাবি না যে।’

বাবার কথা সকল সময় চলছি আমি মেনে;
বাবার এমন ভালো কথা তোমরাও নাও জেনে।

Share.

মন্তব্য করুন