ঝিঁঝিঁ পোকা
ঝিঁঝিঁ পোকা
তুমি তো নও
ছোট্ট খোকা
ডাক দেখি রোজ,
রও কি তুমি
গাছে একা?
পাও না কভু
মায়ের দেখা?
করছো মাকে খোঁজ?

ঝিঁঝিঁ পোকা
ঝিঁঝিঁ পোকা
তুমিতো নও
প্রাণী বোকা
কেন ডাক তবে?
কর শুধু
ডাকাডাকি
নতুন খবর
আছে নাকি?
বিয়ে তোমার কবে?

নই তো আমি
ছোট্ট খোকা
রবের সৃষ্টি
ছোট্ট পোকা
ডাকি গাছে গাছে,
খুশি হয়ে
রবকে ডাকি
ডাকতে তাকে
দেই না ফাঁকি
স্রষ্টা আমার আছে।

Share.

মন্তব্য করুন