কোচিং বন্ধ ইশকুল বন্ধ মন বসে না পাঠে,
মায়ের বারণ বাহির হওয়া খেলাও নিষেধ মাঠে।
কী যে করি কী যে করি ভেবে না পাই উপায়;
ভাল্লাগে না বন্দি থাকতে হাঁটতে ও চায় দু’পায়।

মায়ের কাছে জানতে চাইলাম কেমন আছে আকাশ?
আগের মতো করে কি মা বয় দক্ষিণা বাতাস।
অনেকদিন যে হয়ে গেলো দেখা হয়নি রবি;
নতুন করে আঁকতে চাই মা সবুজ বাংলার ছবি।

ডাকছে আমায় বঙ্গ মাতা ডাকছে বনের পাখি;
তুমিই মাগো বলো আমায় কেমনে ঘরে থাকি।
দিঘির জলের রাজহাঁসটা একা কাটছে সাঁতার;
দুষ্টু কুমির খাবে বলেই টেনে ধরছে পা-তার।

এই বিপদে সবার পাশে থাকতে হবে আমার;
মাগো আমি ফিরে আসব তোমার কোলে আবার।
মুক্ত করে দাও না মাগো এই ভূখ-ের তরে;
আমি তো মা তোমার পাশে থাকবো সদা ঘরে।

Share.

মন্তব্য করুন