রিম-ঝিমা-ঝিম বৃষ্টি পড়ে টিনের চালে
বৃষ্টি পড়ে অঝোর ঝরে নায়ের পালে।
টুপ-টুপা-টুপ বৃষ্টি পড়ে গাছের পাতায়
বৃষ্টি পড়ে উঠোন কোণায় ব্যাঙের ছাতায়।

ঝিন-ঝিনা-ঝিন বৃষ্টি পড়ে মিষ্টি সুরে
ইলশেগুড়ি নেয় কেড়ে নেয় দৃষ্টি দূরে।
ঝুম-ঝুমা-ঝুম বৃষ্টি পড়ে বাজার হাটে
টাপুর-টুপুর ছন্দ তোলে পুকুর ঘাটে।

বৃষ্টি নিয়ে মিষ্টি ছড়া পড়ছে খুকু
পাতার ফাঁকে কাক ভেজা ঐ ঘুঘু দু’টো।
শালিকগুলো ঝাপটে ডানা বিলের জলে
শাপলা-শালুক খুশির বানে ঝিলের জলে।

বাবার আদেশ
শেখ এ কে এম জাকারিয়া

বাবা আমার দুপুর রোদে বটের কোমল ছায়া,
মনে পড়ে এখনও তার হৃদয় ভর্তি মায়া।
বাবা আমার যার পরশে রোজই চলতে শেখা,
শৈশবেরই ছায়াগুলো কাঁদায় শুধুই একা!

বাবা আমার শত শাসন নিবিড় ভালোবাসা,
বাবা ছাড়া মন্দ সবই মিছে স্বপ্ন-আশা।
বাবার কাঁধে চেপেই আমার নদীর পাড়ে ঘোরা,
বাবা ছাড়া হয় না কারও স্বপ্ন বিশ্ব জোড়া।

বাবা আমার বাল্যকালে দুঃখ-সুখের সাথি,
বাবা ছাড়া জ্বলেই না রে আঁধার ঘরের বাতি।
এসো সবাই বাবার কথা লালন করি বুকে,
বাবার আদেশ মেনে চলি সবাই থাকি সুখে।

Share.

মন্তব্য করুন