ছোট্ট পাখির ছানা
ধরতে আছে মানা
কারণ ওদের ধরলে পরে
যায় বেড়ে খুব কষ্ট
কোন ছানার হয় এমনও-
জীবনটাই নষ্ট।

মিষ্টি ফুলের কলি
করছে বলাবলি
কাছে এসে, ঘ্রাণ শুঁকে যাও
তয় শোনো আবদার
এই আমাদের কলি কালেই
ছিঁড়ো না তো আর।

বৃক্ষ তরুলতা
ওদের ব্যাকুলতা
কুচক্রীদের কথা শুনে
সাফ করো না দেশ
তুমি তোমার এদেশ বাঁচাও
বাঁচাও পরিবেশ।

ছোট-বড় নদী
চলছে নিরবধি
বলছে এবং নদী ভরাট
দাও এখন-ই বাদ
না হয় দেশে ফসলাদির
হবে না আবাদ।

Share.

মন্তব্য করুন