ঝুমকো লতার মাট পেরিয়ে
সোনাদিঘির হাট পেরিয়ে
নাও বাঁধা এক ঘাট,
ঐ পারেতে নানুর বাড়ি
মা পরেছে আলতা, শাড়ি
আমার গায়ে নীলচে রঙের শার্ট।

মায়ের সাথে নানুর গাঁয়ে
পাল তোলা ঐ রূপোর নায়ে
যাইনি বহুদিন,
অপেক্ষাতে মন্টু মাঝি
সময়টাকে রেখে বাজি
গুনছে দুই ও তিন।

নদীর দু’কূল দুর্বাঘাসে
মাকে দেখে মিষ্টি হাসে
জাপটে জড়ায় গায়,
মা দিয়েছে নৌকাতে পা
পাল উড়ছে ডান থেকে বাঁ
মাঝি সে গান গায়।

আমি মায়ের পাছ বাঁধা ফেউ
পাছ ধরেছে তোতাটা সেও
আঁচল ধরে রই,
সব পেরিয়ে নানুর বাড়ি
পৌঁছে দেখি ভর্তি হাঁড়ি,
নানান পদের দই।

Share.

মন্তব্য করুন