একলা ঘরে মন টেকে না
মন পাখিদের কণ্ঠে কেনা
পাখপাখালি কুহুস্বরে বলছে- মন আয় বনবাদাড়ে
পাহাড়-নদে উড়তে আমার মানে না এই মন বাধা রে।

মন থাকে না বন্দি ঘরে
মন-বাতাসে সন্ধি গড়ে-
বাতাস বলে- ও মন তুমি বন্দী কেন বাসভবনে?
তোমায় আমার পিঠে করে ঘুরতে নিয়ে আসব বনে।

প্রাণ নেভানো ফন্দিখোর-এ
রাখছে আমায় বন্দি কোরে
সর করোনা; ডাকছে আমায় কর্ণফুলী নদীর পাড়ে নদীর পাড়ে
ঘুড়ির পিছে হাঁটতে জোড়া অধীর পা রে।

চাই বিধাতার করুণা রে
মন গোয়ালের গরু নারে
সব করোনা এ দেশ ছেড়ে প্রাণীবিহীন অঞ্চলে যা
আর বলে যা- এ ঘর ছেড়ে উড়াল দিয়ে মন চলে যা।

Share.

মন্তব্য করুন