বছর ঘুরে আবার এলো খুশির ঈদ
খুশির ধারা বইছে বুকে টুটলো নিঁদ।

নতুন চাঁদ নতুন জামা নতুন সাজ
বাঁধনহারা জোয়ার ভরা হৃদয় আজ।

বুকের মাঝে টাট্টু ঘোড়া তুফান ঢেউ
এই খুশিতে বাদ যাবে না কাছের কেউ।

কোথায় আছে গরিব দুঃখী খবর নাও
এক সারিতে থাকবো আজ জানান দাও।

বিশ্ব নাকি এগিয়ে গেছে অনেক দূর?
তবুও কেন শুনতে হবে করুণ সুর!

ঈদ আসুক সুখ হাসুক সবার মনে
ফল্গুধারা যাক না বয়ে মধুর ক্ষণে।

সবার মাঝে বিলিয়ে দাও স্বপড়ব রাশি
সার্থক হবে তবেই ঈদ, ঈদের হাসি।

ঈদের খুশি মনের মাঝে দেয় যে দোলা
তাইতো আজ বাঁধনহারা, হৃদয় খোলা।

Share.

মন্তব্য করুন