বন্ধুরা, কেমন আছো তোমরা?
আশা করি যে যেখানেই আছো, ভালো আছো, সুস্থ আছো। মনে
রেখো তোমাদের সাথেই যুক্ত হয়ে আছে আমাদের প্রাণ নিংড়ানো
দোয়া ও শুভকামনা।
এখন সময়টি বড় কঠিন যাচ্ছে করোনার কারণে। এরই মধ্যে
এসে গেল রমজান। নিয়মমাফিক রমজানের পরে পবিত্র ঈদুল
ফিতর। অন্যবার যেমন ঈদ নিয়ে খুব আনন্দঘন পরিবেশ বিরাজ
করে, এবার হয়তো তার কিছুটা ব্যতিμম হবে। তবুও তো কিছু
করার নেই! আল্লাহ যেটা আমাদের জন্য কল্যাণকর মনে করেন,
আমরা সেটাতেই খুশি থাকবো ইনশাআল্লাহ। এখন আমরা সবাই
করোনার কারণে গৃহবন্দী। অনেক জায়গায় চলছে লকডাউন।
ভয়াবহ পরিস্থিতি! এমন অবস্থায় আনন্দ কিম্বা খুশির উৎসব কতটা
করা সম্ভব? তারপরও ঈদ বলে কথা। ঈদ মানেই তো খুশির
বারতা। সুতরাং আমরা যে অবস্থাতেই থাকি না কেন, যেখানেই
থাকি না কেন, তার মধ্য দিয়েই যতটুকু সম্ভব ঈদের খুশি উপভোগ
করবো। তবে এর পাশাপাশি এবার আরও একটু খেয়াল রাখতে
হবে বেশি। আমাদের চারপাশে অধিকাংশ বন্ধুরাই হয়তো এই
খুশি থেকে বঞ্চিত থাকতে পারে। আমাদের সাধ্যমতো এই
দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য। ঈদের খুশি ও
আনন্দ তাই এবার ভাগাভাগি করে নিতে হবে সকলের সাথে।
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবছরই ঈদের আগে
বাবা-মায়ের কাছে অনেক বায়না করি নতুন নতুন জামা কাপড়ের
জন্য। সাজ সরঞ্জামের জন্য। খুব আনন্দের সাথে ঈদ উৎসব
পালনের জন্য। এবার কিন্তু আমাদের একটু সংযত হতে হবে
এসব ব্যাপারে। কারণ বুঝতেই তো পারছো কোন অবস্থার মধ্য
দিয়ে এখন বাংলাদেশসহ গোটা পৃথিবী চলছে! এই দুঃসময়ে বেশি
বেশি করে দোয়া করতে হবে আল্লাহপাক যেন আমাদের এই কঠিন
পরীক্ষা থেকে খুব দ্রুত মুক্তি দান করেন।
সার্বিক পরিস্থিতি যেহেতু খারাপ, সে কারণে এবার ঈদে আমরা
বাবা-মায়ের কাছে কোনো কিছুর জন্য অতিরিক্ত বায়না যেন না
করি। যেন না করি কোনোরকম জিদ। সকলের প্রতি রইলো
আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক।
ঈদ মোবারক ঈদ
ঈদসংখ্যা

Share.

মন্তব্য করুন