আঁকতে পারো সাঁকো,-
ছোট্টো নদীর বাঁক-ও।

আঁকতে পারো মানুষ,-
রঙ বেরঙের ফানুস।

আঁকতে পারো গাছ,-
পুকুর ভরা মাছ।

আঁকতে পারো ডানা,-
রঙিন ফড়িং ছানা।

যায় না আঁকা মন,-
জীবনের কম্পন।

কিম্বা ধরো সময়,-
মুহূর্তে যার ক্ষয়।

অথবা অই ঝড়,-
শ› শ› তার স্বর।

পারলে এসব আঁকো,-
জানি, আঁকতে পারবে নাকো।

Share.

মন্তব্য করুন