বৈশাখের মরা মাঠ পড়ে থাকে নিষ্পন্দ যখন
নিষপ্রাণ, যখন ঘাস বিবর্ণ, নিষপ্রভ ময়দান,
যোজন যোজন পথ ধূলি-রুক্ষ, প্রান্তর, বিরান;
শুকনো খড়কুটো নিয়ে ঘূর্ণী ওঠে মৃত্যুর মতন;
সে আসে তখনি। তখনি তো ঘিরে ফেলে উপবন,
বন; -চোখের পলকে, মুছে ফেলে ঘুমন্ত নিখিল
সে আসে বিপুল বেগে। কণ্ঠে তার সুরে ইস্রাফিল
বজ্র স্বরে কথা কয়, জানে না সে গম্ভীর বন্ধন।

মানে না সে আহাজারি বিশুষ্ক মাঠের,মানে না সে
পথের হাজার বাধা, অরণ্যর ক্লান্ত আর্ত ̄স্বর,
বিদুৎ চমকে তার সাড়া জাগে সমস্ত আকাশে,
জেগে ওঠে বজ্র রবে এক সাথে নির্জিত প্রান্তর,
দিক দিগন্তের পথে চলে যায় নিমেষে খবর;
ধ্বংসের আহ্বান নিয়ে অনিবার্য সে আসে সে আসে

Share.

মন্তব্য করুন