বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেওয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা করো। আর লেখা হলেই পাঠিয়ে দাও কিশোর পাতার ঠিকানায় (ডাকযোগে/ই-মেইলে)।
আজ এ পর্যন্তই!
ছড়া কুটুম

মার্চ ২০২০ মাসের ছড়া
‘এখন কলি কুঁড়ির মাঝে
রাতে বুঝি ফুটবে
বুকের ভেতর সুবাস নিয়ে
সবার দিকে ছুটবে!

ফেব্রুয়ারি ২০২০ মাসের বিজয়ী ছড়া
‘ভোর না হতেই পাখির ডাকে
ঘুমটা ভাঙে যার,
সুখ-শান্তি পুবাল হাওয়া
ডাকতে থাকে তার।’

ডাকতে থাকে আলোর দিকে
ভালোর দিকে ঠিক
বলতে থাকে আমরা আছি
ছড়িয়ে চতুর্দিক!

তোমরা যদি সকাল সকাল
জাগতে পারো ভাই
সুখের ছোঁয়ায় ভরিয়ে দেবো
খবর দিয়ে যাই।

খবরটা ভাই পৌঁছে দেবে
ঘুমের পাড়া-গাঁয়
ভোর না হতেই যেন সবার
ঘুমটা ভেঙে যায়।

রায়হান নাফিস
নবম শ্রেণি, মতিঝিল আইডিয়াল স্কুল, ঢাকা

Share.

মন্তব্য করুন