স্বাধীনতার সূর্য দেখি
রক্ত ছোপে ছোপে
খুন ঝরানো দ্রোহের আগুন
জ্বলছে দ্বিগুণ তোপে;
স্বাধীনতা তোমার আমার সবার
কৃষ্ণচূড়া গোলাপ শিমুল জবার
স্বাধীনতা এই মাটিতে
চায় না অবিচার
স্বাধীনতা স্বৈরাচারের
ধার ধারে না ধার!

এই সমাজে নিত্য যাদের
জুলুমবাজী চলে
তাদেরকে যাই বলে-
স্বাধীনতা আমজনতা
ঘাম ঝরানো লোকের
স্বাধীনতা বীরাঙ্গনা
পুত্রহারা শোকের।
স্বাধীনতার লাল পতাকা উড়ছে আকাশ জুড়ে
স্বাধীনতার গান শোনা যায় শিল্পী-কবির সুরে।

Share.

মন্তব্য করুন