হিম কুয়াশার চাদর গায়ে
এলো শীতের বুড়ি,
কাঁধে যে তার খেজুর রসের
মিষ্টি পিঠার ঝুড়ি।

নতুন ধানের মুড়ি ভেজে
থলের মুটকি ভরে,
চললো বুড়ি জামুর বাড়ি
শহর নগর ঘুরে।

সঙ্গে নিলো ফুলকপি আর
শিম টমেটো লাউ,
ঢেঁকিছাটা চিড়ার সাথে
গুড়-পাটালী তাও।

বুড়ির সাথে করতে দেখা
এলো হাজার পাখি,
খালে বিলে ঠাণ্ডা জলে
করছে ডাকাডাকি।

গাছের পাতা পড়ছে ঝরে
বুড়ি এলো বলে,
কু-হু সুরে ডাকলে কোকিল
বুড়ি যাবে চলে।

Share.

মন্তব্য করুন