থালার মতো বিশাল একটা আকাশ
আকাশ জুড়ে পাখির ওড়াউড়ি
দূরে কোথাও বাঁক নিয়েছে নদী
নদীর পাড়ে কিশোর ওড়ায় ঘুড়ি;

সেই ঘুড়িটার কানকো ছুঁ’লো নীল
সেই নদীটাও মিশলো সাগর বুকে
আকাশ-সাগর এক হয়েছে দ্যাখো
নীলের বুকে উড়ছে ঘুড়ি সুখে।

আহা, এ কোন সুখের দোলাচল
এ কোন সুখে হাসছে বেড়াল ছাও
শোনো কিশোর, শোনো আমার ভাই
গানের ভাষায় শুনতে কিছু পাও?

উড়ছে পাখি ভাঙছে নদীর ঢেউ
ভাঙছে কিছু বধির নীরবতা
শোনো কিশোর, শোনো আমার ভাই
বুকের ভেতর কাঁপছে স্বাধীনতা!

Share.

মন্তব্য করুন