দুরন্ত এক দুষ্টু ছেলে
ওড়ে পাখির মতো
ফিরতো বাড়ি সেই ছেলেটি
সন্ধ্যা যখন হতো।

এ গাছ থেকে ও গাছ থেকে
ফল পারতো যখন
আপ-পেয়ারা হোক না লিচু,
সব কিছু তার আপন।

দিব্যি করেও পরের ক্ষেতের
আনত ফসল তুলে
কেউ কখনো সেই ছেলেকে
খোঁচায় না’ক ভুলে।

সেই ছেলেটি বন বাদড়ে
ছুটতো একা একা
কেউ পেতো না সেই ছেলেটির
সকাল-সাঁঝে দেখা।

সাঁঝের পরে সেই ছেলেটি
মায়ের কাছে শু’তো
পা ধু’তো না, ক্যামনে ধু’বে-
নেই ছেলেটির জুতো!

Share.

মন্তব্য করুন