ভোর হতে জেগে তোমাকেই দেখি
কুসুমের মতো মুখ
আঁধারের শেষ রেশ মুছে তুমি
আলো দিতে উন্মুখ।

প্রজাপতি ফুল-পাতা ও ফসলে
নানা রঙ চুমু এঁকে
তিলতিল করে নিজেকে বিলাও
উষ্ণ গন্ধ মেখে।

জ্বেলে আলো তাপ সাজাও ধরণী
বনে বনে পড়ে সাড়া
পাখি ডাকে নীড়ে ঝাপটিয়ে ডানা
জাগিয়ে ঘুমের পাড়া।

সারা দিনমান নিজেকে পুড়িয়ে
গোধূলি আলোয় নেয়ে
নেমে যাও হেসে রাত্রি বিবরে
সন্ধ্যাকে কাছে পেয়ে।

Share.

মন্তব্য করুন