বিজয় দিবস বিজয় দিবস ষোলো ডিসেম্বর
তোমার জন্য ভালোবাসায় ভরা যে অন্তর।

এমন দিনে খোকন কাঁদে
কোথায় তাদের ঘর,
কোথায় মধুর মায়ের হাসি
নতুন পলির চর।
কোথায় তাদের ভাতের থালা
কোথায় সোনার ধান,
আনতে গিয়ে পাতার বাঁশি
হারিয়ে এলো গান।

ইতল বিতল বনের পাখি বনের ভাষা ছেড়ে
কোন্ অকূলে হারিয়ে গেলে সকল সবুজ কেড়ে?

বিজয় দিবস বিজয় দিবস
সোনার খুকু ডাকে,
আব্বু যে তার হারিয়ে গেছে
একাত্তরের বাঁকে।
আনতে গিয়ে হীরের নোলক
ফিরলো না আর কেউ,
রক্তে রাঙা বিহান বেলা
লুটতে এলো ফেউ।

ফেউ এসেছে ফেউ লেগেছে শুনছি কলরব,
খোকন খুকু বড় হয়ে তাড়াবে ভূত সব।

Share.

মন্তব্য করুন