ইচ্ছে করে যাই ছুটে যাই দিগন্তের ওই নীলে
মেঘের সাথে খেলা করি হাসিমাখা দিলে
ইচ্ছে করে পাখির মত নানান দেশে উড়ি
মন যে আমার পাখির ডানা ইচ্ছেরা সব ঘুড়ি।

ইচ্ছে করে ফুলের কাছে মনের কথা কই
কুমড়ো ফুলের লতা যেন স্বপ্ন ছোঁয়ার মই
ইচ্ছে করে সারাটাক্ষণ গাছের ডালে চড়ি
সবুজ পাতার ফাঁকে ফাঁকে আলোর ছড়াছড়ি।

ইচ্ছে করে চাঁদনী রাতে সবুজ ঘাসে শুই
যেথায় কোমল গন্ধ দেবে হাসনাহেনা-জুঁই
ইচ্ছে করে ঝিঁঝিঁ পোকা ছুঁয়ে দিতে খুব
অবিরত ডেকেই চলে- ধরতে গেলে চুপ।

ইচ্ছে করে উড়ে যেতে চাঁদের পাশাপাশি
যেথায় তারার জোনাক জ্বালা আলো রাশিরাশি
ইচ্ছে করে হারিয়ে যেতে অচিন মায়ার টানে
ইচ্ছে-হাওয়ায় উদাস আমি মাতাল ইচ্ছে-গানে।

Share.

মন্তব্য করুন