দেশটা আমার রঙিন জায়নামাজ
লাল সবুজ আর সরষে ফুলের তাজ,
চুল বাঁধল ধানের ক্ষেতটা যদি
রূপার ফিতায় আঁকাবাঁকা নদী।

রঙবেরঙের পাল তুলে নাও
কোথায় চলে যায়,
ডাকতে থাকে সবুজ ছায়ায়
হাতের ইশারায়।

দোয়েল কোয়েল নানান রকম পাখি
মনের ভেতর ডাকছে থাকি থাকি।

হাওর-বাঁওড় নদী নালা
রূপার মালায় ঘেরা
সোনার এ দেশ ক্ষেতমজুর আর
পীর আউলিয়ার ডেরা।

কোথায় খোঁজো হীরে পান্না
কোথায় খোঁজো সোনা,
আমার দেশের ধূলিকণায়
মুক্তো মানিক বোনা।

পাখির মতো স্বাধীন ডানা
রাজার রাজার মন,
আমার দেশের মাটির তলায়
লুকিয়ে আছে ধন।

Share.

মন্তব্য করুন