বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেওয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা করো। আর লেখা হলেই পাঠিয়ে দাও কিশোর পাতার ঠিকানায় (ডাকযোগে/ই-মেইলে)।
আজ এ পর্যন্তই!
ছড়া কুটুম

নভেম্বর ২০১৯ মাসের ছড়া

‘দিনটি হোক খুশি ভরা
দিনটি হোক ভালো
এমন দিন প্রতিদিন
ছড়িয়ে যাক আলো।’

অক্টোবর ২০১৯ মাসের বিজয়ী ছড়া

‘কাজের মাঝে ব্যস্ত থেকো
ঘামে ভেজা মুখ
তোমার জন্য সেটাই দেখো
বাড়িয়ে দেবে সুখ।’

সেই সে সুখের পরশ তোমার
ভরবে হৃদয়পুর
ভরবে পরম তৃপ্তি দিয়ে
সুখের সমুদ্দুর।

চলো তবে কাজের মাঝে
সুখের করি চাষ
চতুর্পাশের হোক আমাদের
সুখের বসবাস।

দীপক কায়সার
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

Share.

মন্তব্য করুন