ঠিকঠিক বলে
বেলা বয়ে চলে
ছোটে যে তা অবিরত;
সবকিছু মেলে
ঘড়িতে যা বলে
তার কাছে মাথা নত।

দেয়ালের পরে
ঠিকঠিক করে
সারাদিনে তাই কাজ
অবসর নাই
চলমান তাই
ভোর বেলা কিবা সাঁঝ।

সরকারি লোক
অবিরত চোখ
জোরে জোরে শুধু হাঁটা
ঝড় বেগে চলে
মনে মনে বলে
ধীরে চলো ঘড়ি কাঁটা।

বাধাহীন ভাবে
নিজ বেগে যাবে
পাবে ভালো কোন দিক।
যত ভুল করো
কেঁদে কেঁদে মরো
ঘড়ি বলে ঠিকঠিক।

Share.

মন্তব্য করুন