জেএসসি পরীক্ষা ছাত্রদেরকে
মানসিকভাবে তৈরী করছে, পরবর্তী
পরীক্ষাগুলোর জন্য। এখন থেকে
তাদের মধ্যে প্রতিযোগিতার
মনোভাব এবং উন্নত ফলাফল করার
স্পৃহা তৈরী হচ্ছে।’

ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ

অভিভাবকরাই সন্তানদের প্রথম এবং প্রধান শিক্ষক
ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি
অধ্যক্ষ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ

আসন্ন জেএসসি পরীক্ষা নিয়ে আপনারা কী প্রস্তুতি নিচ্ছেন?
আমরা সামগ্রিক ভাবে সকল ছাত্রদের দিকে খেয়াল রাখছি। প্রস্তুতি এখন শুধুই পরীক্ষার। পরীক্ষার জন্যই এখন মানসিক ভাবে তৈরী করছি তাদের।

পিইসি-জেএসসি পরীক্ষা ছাত্রদের পরবর্তী বোর্ড পরীক্ষাগুলোর জন্য কতটা সহায়ক?
জেএসসি পরীক্ষা ছাত্রদেরকে মানসিকভাবে তৈরী করছে, পরবর্তী পরীক্ষাগুলোর জন্য। এখন থেকে তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব এবং উন্নত ফলাফল করার স্পৃহা তৈরী হচ্ছে।

কোন কোন বিষয়ের ওপর আপনারা বেশী গুরুত্ব দিচ্ছেন?
ছাত্ররা প্রস্তুতিমূলক পরীক্ষাগুলোতে ভালো করেছে। এখন ওদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরো ভালো ধারণা দিচ্ছি।

ভালো ফলাফল করতে হলে কোন দিকে বেশী নজর দিতে হবে?
শিক্ষার্থীরা পুরো বছর যা যা পড়েছে তা ধীরে ধীরে আবার পড়তে হবে, মূলবইয়ের ওপর গুরুত্ব দিতে হবে বেশী।

অভিভাবকদের উদ্দেশ্য কী বলবেন?
অভিভাবকরাই সন্তানের প্রথম এবং প্রধান শিক্ষক। তারা বেশী নজর দিতে হবে তাদের সন্তানের দিকে। সাহস জোগাতে হবে এই সময়টাতে।

ব্রাদার রবি পিউরিফিকেশ, সিএসসি

এখন পরীক্ষার অপেক্ষা আর প্রার্থনার সময়
ব্রাদার রবি পিউরিফিকেশ, সিএসসি
অধ্যক্ষ, সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

স্যার জানতে চাই সামনে পিইসি ও জেএসসি পরীক্ষা এ উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন?
প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে, এখন পরীক্ষার অপেক্ষা আর প্রার্থনার সময়। আমরা যথেষ্ট আন্তরিকতা দিয়ে আমাদের ছাত্রদের পড়াই। শিক্ষকরাও তাদের ছাত্রদের প্রস্তুত করছেন আগামীর সময়ের জন্য।

পরীক্ষা উপলক্ষে ছাত্রদের মধ্যে আগ্রহ কেমন দেখতে পান?
ছাত্রদের মধ্যে একটা চাপা আগ্রহ দেখতে পাচ্ছি। এটি জীবনের প্রথম দিককার বোর্ড এক্সাম, তাই ওদের মধ্যে একটা সাজ সাজ রবও দেখতে পাচ্ছি। পজিটিভ একটা টেন্ডেনসি আছে।

ছাত্রদের মধ্যে কোন বিষয়ে দুর্বলতা দেখছেন?
তারা বেশ স্বচ্ছ ধারণা রাখে সবগুলো বিষয়ে। তবে কারো কারো মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। বাকিটা সময়ে সেটাও কাটিয়ে ওঠা যাবে বলে আমার বিশ্বাস।

শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীদের কী বলবেন?
তোমরাই আগামীর বাংলাদেশ। হয়তো এই কঠিন কথাগুলো কদিন পরে তোমরা বুঝবে। তবে এখনকার ছাত্ররা অনেক মেধাবী। শুধু বলবো সাহস রেখো, পারবেই।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম

ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী
ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম
অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ

স্যার, পিইসি ও জেএসসি তো পরীক্ষা সন্নিকটে…।
হ্যাঁ, ক’দিন পরেই পরীক্ষা। এখন তো আর নতুন করে কিছু পড়ানোর নেই। আমরা আগের পড়াগুলোর গুরত্বপূর্ণ টপিকগুলো অনুশীলন করাচ্ছি।

এই পরীক্ষায় ভালো ফলাফল পরবর্তী সময়ের জন্য কতটা সহায়ক?
জেএসসি পরীক্ষা ছাত্রদের একটা বড় সুযোগ আগামী সময়ের জন্য প্রস্তুতির বিষয়ে। প্রতিযোগিতামূলক এই পরীক্ষা তাদের মধ্যে সামনে ভালোভাবে এগিয়ে যাবার মনোভাব তৈরি করে।

অভিভাবকরা কতটা সচেতন সন্তানদের নিয়ে?
পরীক্ষা শুধু ছাত্রদের নয়; শিক্ষক-অভিভাবক সবার। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার। অভিভাবকরা সচেতন তাদের সন্তানদের নিয়ে, তাদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠার শেষ নেই। সবমিলিয়ে আমরা সন্তুষ্ট সার্বিক প্রস্তুতি নিয়ে।

সবশেষে ছাত্রদের থেকে প্রত্যাশার কথা জানতে চাই?
একটাই চাওয়া, ভালো মানুষ হও, দেশপ্রেমিক হও। আমাদের যাত্রা শেষের দিকে, এখন তোমাদের সময় আসছে। ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী।

সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুফিয়ান রায়হান।

মুহাম্মাদ আবদুর রশীদ, এমফিল

দুর্বল বিষয়গুলো বারবার অনুশীলন করো
মুহাম্মাদ আবদুর রশীদ, এমফিল
উপাধ্যক্ষ, সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা

ইবতেদায়ি শিক্ষা সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ জানতে চাই।
পরীক্ষার সময় পরিষ্কার-পরিচ্ছনড়বতার দিকে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে হাতের লেখা সুন্দর হতে হবে, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে এবং লেখা শেষে অবশ্যই রিভাইস করতে হবে। মনে রাখতে হবে, পরীক্ষা হলে সদাচরণ বিশেষ গুরুত্বপূর্ণ। নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীলতা একজন পরীক্ষার্থীকে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। আর পরীক্ষার প্রস্তুতি হিসেবে এখন থেকেই রুটিন করে অনুশীলন করার পরামর্শ দিচ্ছি। বিশেষ করে যেসব বিষয়ে পরীক্ষার্থীদের এখনো কিছু দুর্বলতা রয়েছে সেগুলো বারবার অনুশীলন করতে বলবো।

কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেয়া দরকার বলে মনে করেন?
সব বিষয়েই সমান গুরুত্ব দেয়া দরকার। তবে ইবতেদায়ি সমাপনী এবং জেডিসি পরীক্ষার্থীদের জন্য বলবো আরবি একটি কঠিন ভাষা। তাই আরবির প্রস্তুতি কিছু বাকি থাকলে এখনই তা ঝালিয়ে নাও। আর তার সাথে ইংরেজির দিকেও নজর দাও, যেন এখানে A+ মিস না যায়।

অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলবেন?
পরীক্ষার আর অল্প ক’দিন বাকি। এ অবস্থায় সন্তানদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার পরামর্শ দেবো। তারা নিয়মিত অধ্যয়ন করছে কিনা সেটি দেখতে হবে এবং কোনো অসৎ বন্ধুর সাথে মিশে মূল্যবান সময় নষ্ট করছে কিনা তাও অভিভাবকদেরই দেখতে হবে। কারণ শিক্ষকদের কাছে তারা যতক্ষণ থাকে তার চেয়ে বেশি সময় তারা অভিভাবকদের কাছেই থাকে। এখানে অভিভাবকের ভূমিকাটা শিক্ষকদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

আশানুরূপ ফল অর্জন করার জন্য আর কোনো পরামর্শ দেবেন?
মুহাম্মাদ আবদুর রশীদ : হ্যাঁ। এখন থেকে বাকি দিনগুলো নিয়মিত পড়াশোনা করতে হবে, স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে এবং বিগত সালের বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে অধ্যয়ন করবে।

সাক্ষাৎকার গ্রহণ : শরিফুল ইসলাম

Share.

মন্তব্য করুন