একটু হাসোপ্রথম ব্যক্তি : কলবেল সারাতে লোক পাঠাতে বলেছিলাম, পাঠাননি কেন?
দ্বিতীয় ব্যক্তি : পাঠিয়েছিলাম তো, কলবেলটি টিপে কারও সাড়া না পেয়ে ফিরে এসেছি।

একটু হাসোপুলিশ : আপনার ক্রেডিট কার্ড তো এক বছর আগে হারিয়ে গিয়েছিলো, আপনি এখন রিপোর্ট লেখাতে এলেন যে!
অভিযোগকারী : কার্ড হারিয়ে ভালোই হয়েছিলো, চোর যা খরচ করছিলো তা আমার বউয়ের থেকে অনেক কম। একদিক দিয়ে আমার টাকা বেঁচেই যাচ্ছিলো।
পুলিশ : তাহলে এখন অভিযোগ করছেন কেন?
অভিযোগকারী : আমার মনে হচ্ছে, এখন চোরের বউ কার্ড ব্যবহার করছে।

একটু হাসো: আচ্ছা ভাই, এই পাহাড় থেকে মানুষজন কি প্রায়ই পড়ে যায়?
: আরে না, একবার পড়লেই হয়।

একটু হাসোরোগী : আমি ইদানীং সবকিছু ভুলে যাচ্ছি, কিছুই মনে থাকছে না। আমি এখন কী করবো?
ডাক্তার : আমি বুঝতে পারছি, কিন্তু কিছুই করার নেই। তবে আমি আপনাকে একটা বিষয় মনে করিয়ে দিতে পারি।
রোগী : কী?
ডাক্তার : আমি আপনার কাছে কিছু টাকা পেতাম।

একটু হাসোছিনতাইকারী : ভাই, আশেপাশে কোনো পুলিশ দেখেছেন?
পথচারী : না।
ছিনতাইকারী : আপনি নিশ্চিত কাউকে দেখেননি?
পথচারী : হ্যাঁ, আমি কাউকে দেখিনি।
ছিনতাইকারী : ধন্যবাদ। এবার আপনার মানিব্যাগ, মোবাইল, ল্যাপটপ এবং আরো যা যা আছে তা দিয়ে দেন শিগগির!

গ্রন্থনা : সাকিব বখতিয়ার

Share.

মন্তব্য করুন