ঐ পাহাড়ে ঝর্ণা আছে
আছে মনের প্রেম,
ঐ পাহাড়ে শান্তি আছে
আছে সুখের ফ্রেম।

ঐ পাহাড়ে যাবো আমি
বাংলা ছড়া নিয়ে,
ঐ পাহাড়ে আঁকবো ছবি
ময়ূর পেখম দিয়ে।

ঐ পাহাড়ে মেঘের বুড়ি
খেলা করে নিত্য,
ঐ পাহাড়ে জড়িয়ে থাকে
পাখপাখালির চিত্ত।

ঐ পাহাড়ে ছড়া বাড়ির
থাকে ছড়াকার,
ঐ পাহাড়ের ‘শান্ত’ সে নাম
শুনতে চমৎকার।

Share.

মন্তব্য করুন