অনাথ শিশুর খাবার দিও
থানকুনির ভর্তা দিও
কই মাছের ঝোল দিও
পোলাও কোরমা জর্দা দিও
ফুল পাখিদের সাথে থেকো
টিনের চাল আগলে রেখো।

একটি জামা দিতে পারো
যে জামাটি অনেক গাঢ়!
বুনতে হবে নিজের হাতে
জোসনা মাখা শরৎ রাতে।

জোগাড় করো বোনার আগে
কোথায় কোথায় সেসব থাকে!

পাহাড় থেকে পাথর নাও
গভীর বনে ছুটে যাও
গুল্ম লতা কুড়িয়ে নাও
সবুজ পাতা যত্ত পাও
তারই সাথে চুমকি তারা
আর কিছু নাও ঝর্ণাধারা

ঘুঘু পাখির চোখের মত
বনের ফুল কুড়াও শত
বন মোরগের ঝুঁটি নাও
প্রজাপতির ডানা দাও
হরিণ চোখের কাজল নিও
বন বাদুড়ের ডানা দিও।

নকশী কাঁথা সামনে রাখো
সেই জামাটির নকশা আঁকো।

সেলাই করো এসব নিয়ে
বুনো গাছের কাঁটা দিয়ে।
সেই জামাটি শেষ হলে
ধুয়ে নিও শিশির জলে।

হয় যেন গো চমকদার
দেখতে লাগে চমৎকার!
দেবেই যখন দিও আমার
শখ যে বড় এমন জামার!

রঙিন জামা বাকুম বাক
হোক না সবাই হতবাক!

Share.

মন্তব্য করুন