বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেওয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা করো। আর লেখা হলেই পাঠিয়ে দাও কিশোর পাতার ঠিকানায় (ডাকযোগে/ই-মেইলে)।
আজ এ পর্যন্তই!
ছড়া কুটুম

সেপ্টেম্বর ২০১৯ মাসের ছড়া
‘ওই আকাশে ডানা মেলে
উড়ে যায় পাখি
স্বপ্নগুলো ছড়িয়ে যায়
কোথায় বলো রাখি?’

আগস্ট ২০১৯ মাসের ছড়া
‘অনেক ছোট কথাগুলো
হতে পারে নদী
সময় বুঝে সেসব কথা
যায় বলা যদি।’

সময় বুঝে বললে কথা
জানলে কথার আর্ট
ছোট হলেও কথা তখন
হবে নদীর পার্ট!

একেকটি পার্ট যুক্ত হয়ে
নদীর মতোই ঠিক
কলকলিয়ে বইবে কথা
মুগ্ধ চতুর্দিক!

আফসানা আশরাফ আতিয়া
নবম শ্রেণি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়

Share.

মন্তব্য করুন