বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো! তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেওয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা করো। আর লেখা হলেই পাঠিয়ে দাও কিশোর পাতার ঠিকানায় (ডাকযোগে/ই-মেইলে)। আজ এ পর্যন্তই!
ছড়া কুটুম

আগস্ট ২০১৯ মাসের ছড়া
“অনেক ছোট কথাগুলো
হতে পারে নদী
সময় বুঝে সেসব কথা
বলা যায় যদি।”

জুলাই ২০১৯ মাসের ছড়া
গরম গরম বেজায় গরম
একটু এসো বৃষ্টি
ঘেমে ঘেমে ক্লান্ত সবাই
দূর আকাশে দৃষ্টি।
দূর আকাশে মেঘের ভেলা
উঠলে ভেসে সত্যি
স্বস্তি ফিরে আসবে জানি
প্রশান্তি এক রত্তি।
ক্লান্তিটাও ঘুচবে সবার
বইলে বাতাস শান্ত
এই যে এলো মেঘ-বৃষ্টি
সেও যে ভীষণ ক্লান্ত!
মিরাজুল মুজতাহিদ মুন্না
নবম শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

Share.

মন্তব্য করুন